Does your Android phone cut a lot of MB? - আপনার এন্ড্রয়েড ফোনে কি প্রচুর MB কাটে?
আপনার এন্ড্রয়েড ফোনে কি প্রচুর MB কাটে?
-Does your Android phone cut a lot of MB?
তাহলে জেনে নিন কি করবেন।
আজ ও একটা বিষয় শেয়ার করব।
বিষয়টা হচ্ছে এন্ড্রোয়েড মোবাইলে
কিভাবে ডাটা খরচ কমানো যায় ।
মানে আমরা যদি ২০MB এর একটা
পেকেজ কিনি তাহলে ১০ মিনিট
ব্যাবহার করতে পারিনা আমাদের
MB শেষ হয়ে যাই ।আমি আজ দেখাব
কিভাবে 20 MB দিয়ে ৫ দিন
ইন্টারনেট ব্যাবহার করা যাবে ।
অর্থাৎ আমাদের এখন যত বেশি MB
কাটে তখন আর এত বেশি কাটবেনা ।
আর কথা বলবনা সোজা কাজে চলে
যায় ।
.
অটো আপডেট বন্ধ করাঃ-আমাদের
মোবাইলে আমরা যে সপ্টওয়ার
ব্যাবহার করি,সে সপ্টয়ার গুলা নেট
কানেকশন পেলেই google playstore
থেকে আপডেট হতে শুরু
করে।
.
আর এই কারনে আমাদের
মোবাইল টি অনেক স্লো কাজ করে।
তারপর আপনার ইচ্ছার বিরুধ্যে আপনার
MB কাটতে থাকে ।অর্থাৎ আপনার
ডাটা পেকেজের ডাটা গুলো
কাটতে থাকে ।সপ্টওয়ার ডাউনলোড
হতে আপনার MB তো কাটবেই
তাইনা। আমরা এখন দেখব কিভাবে এই
অটো আপডেট বন্ধ করা যায়। আর
আমাদের MB বাছানো যায়।
.
প্রথমে আপনার
ডিবাইসে play store অ্যাপ টি
ওপেন করুন,এবার আপনার ডিবাইসের
মেনু বাটান বা ডিবাইসের 3 Dot
মেনুতে ক্লিক করুন ।
.
এবার আপনি যে মেনু পাবেন
সেখান থেকে play store সেটিং
অপশনে ক্লিক করুন ।এবার সেটিন মেনু
থেকে “auto-update apps” সিলেক্ট করুন।
এখানে auto update apps ক্লিক করার পর
আপনি তিনটি অপশন সহ একটি পপ আপ
পাবেন
.
-Do not auto update apps.
.
-auto update apps at any time. data charges
my apply and Auto.
.
-updatae apps over
wifi only
.
এই তিনটা অপশন থেকে আপনি প্রথম
অপশন টা সিলেক্টা করুন ।
.
ব্যাস বন্ধ হয়ে গেল আপনার
সপ্টওয়ার গুলো অটো আপডেট হওয়া ।
.
অ্যাপ ডাটা সেটিং :-অনেক সময়
আমাদের ডিবাইস গুলোতে এমন কিছু
অ্যাপ থাকে যা নিজে নিজেই
নিয়মিত আপডেট হয় ।আর এই কারনে
আমাদের মেগা কাটতে শুরু করে।
.
যেমন ধরুন গুগল+ সাধারন্ত গুগল+
আমাদের ডিবাইসে থাকা ছবি
গুলোকে ক্লাউডে ব্যাকাপ করে
,যাতে যেকোন সময়,আপনি আপনার
ইচ্ছা মত ছবি গুলো দেখতে পারেন ।
এক্ষেত্র আপনার ছবি গুলা যদি বড় হয়।
.
তাহলে অবস্যই আপনার MB অনেক
বেশি কাটবে ।কিন্তু আপনি এই ভাবে
ডাটা কাটার সিস্টেম টা বন্ধ করতে
পারবেন ।চলুন দেখি বন্ধ করতে কি
নিয়ম অনুসরন করতে হয় ।
.
প্রথমে setting থেকে auto-
backup এ গিয়ে আপনার মিডিয়া
ফাইল গুলার জন্য ব্যাকাপ অপশন
সিলেক্ট করে দিতে পারেন।
.
তারপর আপনার মোবাইলের
ব্যাকরাউন্ড ডাটা অপ করুন। অপ করার
জন্য আপনাকে setting থেকে DATA usage
এ গিয়ে মেনু থেকে
restrict background Data অপশন্টি মার্ক
করে দিলেই হবে।
.
আমরা অনেকেই আমাদের হোম
স্ক্রিনের সুন্দর্য্য বৃধ্যি করার জন্য
নানা রকম উইগেট ব্যবহার করে
থাকি ,আমরা বেশিরভাগ মানুষ
ওয়েদার উইগেট ব্যাবহার করে থাকি।
.
এই উইগেট গুলা আমাদের প্রতিনিয়ত
আপডট হয় আপনাকে সর্বশেষ আপডট
ইনফর্মেশন দেয়ার জন্য। account
sync হওয়ার কারনে DATA খরচ হয়।
.
তাই আপনার যদি প্রয়যোন না থাকে
আপনি এইটা অপ করে রাখতে পারেন।
অপকরার জন্য নিছের পধ্যতি অনুসরন
করুন ।settings>Data
usage>এবার Auto-sync
Data অপশনটি আনচেক করে দিন ।
.
এবার আপনার কাজ শেষ,এবার
আপনার আর অতিরিক্ত ডাটা করচ
হবেনা ।আপনি যত টুকু নেট ব্রাউজ
করবেন বা ডাউনলোড করবেন তত টূকুই
আপনার ডাটা পেকেজ থেকে কাটা
হবে ।এবার নিসচিন্তে ইন্টারনেট
ব্যাবহার করুন । তাহলে আজ এখানে
শেষ করছি ।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন ।
আল্লাহ হাফেজ।
uzzal uzl
No comments