50+ General Knowledge (GK) - 50 টি জানা-অজানা অদ্ভুদ ও অবাক করা মজার মজার তথ্য.
50 টি জানা-অজানা অদ্ভুদ ও অবাক করা মজার মজার তথ্য......যা আপনার অসীম জ্ঞান পিপাসার কিছুটা হলেও পূর্ণ করবে … এবং কিছু সময়ের জন্য হলেও আপনাদের আনন্দিত ও পুলকিত করবে ।
1) ‘উইলিয়াম সেক্সপিয়ার’ তার জন্মদিনে মৃত্যু বরণ করেছিলেন!
3) চোখ খোলা রেখে হাঁচি দেয়া অসম্ভব..!!
4) আঙুলের ছাপের মতন প্রত্যেক মানুষের জিহ্বার ছাপও ভিন্ন হয়।
5) আজ পর্যন্ত যতো মানুষ মারা গেছে, তার তুলনায় বর্তমানে বেঁচে আছে এমন মানুষের সংখ্যা বেশি..!!
6) আপনার জানা আছে কি, উট পাখির একটি ডিম মুরগির ডিমের চেয়ে ২৪ গুণ বড়…!!
7) আপনার জানা আছে কি, চীন দেশে কোন জাতীয় ফুল ও পাখি নেই..!!
8) আপনি কি জানেন, পশুদের মধ্যে জিরাফের জিহ্বা সবচেয়ে কালো..!
9) আপনি জানেন কি, বাংলাদেশের বৃহত্তম উপজাতি ‘চাকমা’, এবং ২য় বৃহত্তম উপজাতি ‘সাঁওতাল’..!!
11) আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।
12) ইংলিশ হ্যাপি বার্থডে গানটির লেখাস্বত্ব রয়েছে।
13) উত্তর আমেরিকার ‘গোল্ডফিঞ্জ’ নামক একটি পাখীর ঋতু পরিবর্তনের সাথে সাথে পালকের রঙও পরিবর্তন হয়..!!
14) একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।
15) একটি মৌমাছির ঝাঁকে ৩০,০০০ পর্যন্ত মৌমাছি থাকে!!
16) কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।
17) কোনো মানুষ কিন্তু নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে পারে না..!!
18) ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পরেই স্বপ্নের অর্ধেক স্মৃতি আমাদের লোপ পায়..!!
20) চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।
21) অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি,তা দুর্লভ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্লাস্টারের অস্কার পুরস্কার দেয়া হত।
22) ১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮ ৯ ৮৭৬৫৪৩২১
23) জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।
27) ঝামা পাথর হল একমাত্র পাথর,যা অনেক সময় পানির উপর ভাসে।
28) ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাঁতার কাটতে পারে
29) নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।
30) পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরণ তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।
31) পিঁপড়েরা কখনো ঘুমায় না।
32) পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর
33) প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।
34) প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
35) বাংলাদেশ সৃষ্টির পূর্বে কিন্তু এটি ছিলো- “বঙ্গখাত বা Bango-Basin”
36) বাজারে যে বারবি পুতুল পাওয়া যায়,তার পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।
38) বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।
39) বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো- ‘কারুইন বিশ্ববিদ্যালয়’, মরক্কো ।
40) ভূমিকম্প হবার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।
41) মধু একমাত্র খাবার,যা কখনো নষ্ট হয় না।
42) মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।
43) মহিলারা দিনে গড়ে ৭ হাজার শব্দ বলে, যেখানে পুরুষরা বলে মাত্র ২ হাজার শব্দ!!
44) মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।
45) মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুণ দ্রুত বাড়ে।
46) মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগত।
47) লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা’ এর কোনো ভ্রু নেই।
48) শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
49) শুক্র একমাত্র গ্রহ,যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে।
50) সিগারেটের লাইটার, ম্যাচ আবিষ্কারের পূর্বে আবিষ্কৃত হয়েছিল।
51) হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
52) হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।
Osman Gani Uzzal
-----------------------------------------------------
[ইন্টারনেট হতে সংগ্রহীত]
No comments