Interesting English Language Information - ইংরেজি ভাষা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য
ইংরেজি ভাষা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য ....অবাক করা কিছু পরিসংখ্যান যেগুলো জেনে রাখা উচিত
👀 “E” হচ্ছে ইংরেজি ভাষা সবচেয়ে বহুল ব্যবহৃত অক্ষর।
Oxford Dictionaries কর্তৃপক্ষের মতে, “E” হচ্ছে সবচেয়ে বেশী ব্যবহৃত ইংরেজি অক্ষর, এবং “Q” হচ্ছে সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর।
স্পষ্ট করে বললে, “E” অক্ষরটি “Q” এর তুলনায় ৫৬ গুণ বেশিবার ব্যবহৃত হয়।
👀 Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ।
এটি একটি চিকিৎসা বিষয়ক টার্ম। এটি হচ্ছে নিশ্বাসের মাধ্যমে দেহে বালিকণা অথবা ছাই প্রবেশ করে ফুসফুসে যে রোগ হয় তার নাম।
👀 সবচেয়ে সংক্ষিপ্ত non-elliptical বাক্য হচ্ছে “I am.”
Non-elliptical বাক্য হচ্ছে এমন একটি বাক্য যেখানে কোনো কিছু বাদ পড়েনি।
উদাহরণস্বরূপ, “Go!” বলে দেয়া নির্দেশনা অনেকের কাছে সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য মনে হতে পারে কিন্তু এটি একটি elliptical (শব্দ ঊহ্য আছে এমন) বাক্য। এখানে সর্বনাম পদ (pronoun) “you” বাদ পড়েছে। কিন্তু বাক্যটির প্রকৃত রূপ হচ্ছে “You go!” যেখানে “I am.” বাক্যটির চেয়ে দুটি বর্ণ বেশী আছে।
👀 গড়ে প্রতি দুই ঘন্টায় ইংরেজি অভিধানে একটি করে নতুন শব্দ যুক্ত হয়।
Oxford English Dictionary এর এডিটররা অনুমান করেন যে প্রতি বছর ইংরেজি অভিধানে প্রায় ৪,০০০ নতুন শব্দ যোগ হয়।
এর মানে হচ্ছে প্রতি দুই ঘন্টায় একটি করে শব্দ অভিধানে যুক্ত হচ্ছে!
\
👀 সারা বিশ্বে আনুমানিক ১৫০ কোটি ইংলিশ স্পিকার রয়েছে
সংখ্যাটি পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ!
এই সংখ্যার মধ্যে প্রায় ৬০-৭০ কোটি মানুষের মাতৃভাষা কিন্তু ইংরেজি নয়। বিস্তারিত জানতে St George International এর ওয়েবসাইট ভিজিট করুন।
👀 পৃথিবীর অধিকাংশ ভাষার চেয়ে ইংরেজি ভাষায় শব্দসংখ্যা বেশী।
ধারণা করা হয় যে ইংরেজি ভাষায় বর্তমানে প্রায় ১০ লক্ষ শব্দ আছে।
কিন্তু সংখ্যাটির কথা চিন্তা করে ভয় পাবেন না, কারণ…
👀 গড়ে একজন ইংলিশ স্পিকার কেবল ২০,০০০ থেকে ৩০,০০০ শব্দ জানেন।
যদিও Twinword এর এই পরিসংখ্যান এখনো কিছুটা ভীতিকর মনে হচ্ছে তবুও এটি শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির বিষয় যে তাদেরকে আর ইংরেজি ভাষার লক্ষ লক্ষ শব্দ মুখস্থ করতে হবে না।
সবগুলো শব্দ মুখস্থ না করেও আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন!
👀 ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন কিছু শব্দ এখনকার যুগেও বেশী বেশী ব্যবহৃত হচ্ছে।
এর মধ্যে আছে I, love, black, mother, fire, hand এবং hear এর মতো আরও অনেক শব্দ।
এগুলোর মধ্যে বেশ কিছু শব্দ ৯০০ খ্রিষ্টাব্দের আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে।
Dictionary.com ওয়েবসাইটে আপনি আরও অনেক প্রাচীন ইংরেজি শব্দ খুঁজে পাবেন। এই তালিকায় এমন কিছু শব্দও আছে যেগুলো হয়তো আপনাকে অবাক করে দিতে পারে!
👀 সবচেয়ে বেশী প্রচলিত adjective হচ্ছে good শব্দটি।
জেনে রাখা ভালো যে এই প্রসঙ্গে বিভিন্ন উৎসে বিভিন্ন উত্তর পাওয়া যায়। কিন্তু “good” শব্দটিকেই সাধারণত সবচেয়ে বেশী ব্যবহৃত adjective এর তালিকায় রাখা হয়।
Syllable Count (পদাংশ সংখ্যা) এটিকে সবচেয়ে বেশী ব্যবহৃত adjective এর তালিকায় সবার উপরে রাখে। অন্যদিকে Word Frequency Data এই শব্দটিকে (Good) অন্যান্য কিছু adjective যেমন other এবং new এর নিচে রাখে।
👀 Time হচ্ছে সবচেয়ে বেশী ব্যবহৃত বিশেষ্য পদ (noun)।
Oxford English Dictionary কর্তৃপক্ষ time কে সবচেয়ে বেশী ব্যবহৃত noun হিসেবে উল্লেখ করেছে।
Person শব্দটি তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে year শব্দটি।
👀 . বর্তমান যুগে ফ্রিজীয় (Frisian) ভাষার সাথে ইংরেজি ভাষার সবচেয়ে বেশী মিল রয়েছে বলে ধারণা করা হয়।
বর্তমান সময়ে শুধুমাত্র নেদারল্যান্ড এবং জার্মানির ছোট ছোট তিনটি অঞ্চলের মানুষ ফ্রিজীয় ভাষায় কথা বলে।
বর্ণমালা সম্পর্কিত কিছু মজাদার কৌশল এবং তাদের নাম
👀 দুটি ইংরেজি শব্দ মিলে নতুন একটি শব্দে পরিণত হতে পারে।
Portmanteau বলা হয় এমন একটি শব্দকে যা দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে এবং এতে দুটি শব্দের অর্থই একত্রে বিদ্যমান রয়েছে।
উদাহরণস্বরূপ, hangry শব্দের অর্থ হচ্ছে একই সাথে ক্ষুধার্ত (hungry) এবং রাগান্বিত (angry) অবস্থা।
👀 আপনি ইংরেজি বর্ণমালার সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে একটি বাক্য গঠন করতে পারবেন।
Pangram হচ্ছে এমন একটি বাক্য যেখানে বর্ণমালার প্রতিটি অক্ষর বিদ্যমান রয়েছে।
একটি বিখ্যাত ইংরেজি pangram এর উদাহরণ হচ্ছে: “The quick brown fox jumps over a lazy dog.”
👀 কিছু কিছু ইংরেজি শব্দ উল্টোভাবে পড়লেও তার বানান একই থাকে।
Palindrome বলা হয় এমন একটি শব্দ বা ফ্রেজকে যার বানান ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে একই রকম।
খেয়াল করে দেখুন যে madam শব্দটির বানান দুদিক থেকে একই রকম। তাই এটিকে Palindrome বলা যাবে।
👀 কিছু ইংরেজি শব্দকে উপর থেকে নিচে উল্টে দিলেও তা দেখতে একই রকম হয়।
Ambigram হচ্ছে এমন শব্দ যেগুলোকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিলেও তাদেরকে দেখতে একই রকম দেখা যায়।
এই বৈশিষ্ট্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে “SWIMS” শব্দটি যেখানে এটিকে বড় হাতের অক্ষরে লেখা হয়।
👀 যেসব শব্দ বা ফ্রেজগুলোতে প্রতিটি বর্ণ সমান সংখ্যক বার ব্যবহৃত হয় তাদের প্রকাশ করার জন্যও একটি নাম আছে।
Isogram বলা হয় এমন শব্দ বা ফ্রেজকে যেখানে প্রতিটি বর্ণ সমান সংখ্যক বার ব্যবহৃত হয়েছে।
উদাহরণস্বরূপ, dialogue শব্দটিতে প্রতিটি বর্ণ একবার করে ব্যবহৃত হয়েছে।
👀 কিছু ইংরেজি শব্দের পুনরাবৃত্তি হয়ে নতুন একটি শব্দ গঠিত হয়।
ভাষাতত্ত্বে tautonym হচ্ছে সেসব শব্দ যাদের গঠন একই শব্দের পুনরাবৃত্তির মাধ্যমে হয়েছে। আপনি হয়তো জেনে থাকবেন যে এদের reduplication বলেও অবহিত করা হয়।
প্রচলিত ইংরেজি শব্দ so-so হচ্ছে tautonym এর একটি যথাযথ উদাহরণ। এর অর্থ হচ্ছে “just okay; fine.”
Osman Gani Uzzal
📝 ইন্টারনেট হতে সংগৃহীত
No comments