Time Zone

হযরত আলী (রাঃ) এর বিখ্যাত বানী বা উক্তি সমূহ .....

 হযরত আলী (রাঃ) এর বিখ্যাত বানী বা উক্তি সমূহ .......

..🏷 প্রয়োজনীয় মূর্হুতে🔍খুঁজে পেতে 🖧শেয়ার করে রাখুন..




✬ অসৎ লোকের ধন – দৌলত পৃথীবিতে সৃষ্ট জীবের বিপদ – আপদের কারণ হয়ে দাঁড়ায়।

✬ অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে।

✬ অভ্যাসকে জয় করাই পরম বিজয়।

✬ আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ।

✬ অনর্থক কামনা নিজেই একটি ধ্বংসাত্বক সঙ্গী, আর বদ অভ্যাস সৃষ্টি করে একটি ভয়াবহ শত্রু।

✬ গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।

✬ ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয় ।

✬ যা তুমি নিজে করো না বা করতে পারো না, টা অন্যকে উপদেশ দিও না ।

✬ যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!

✬ যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন করতে হবে, যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসদ্ধান করো ।

✬ ত্বরিত ক্ষমা-প্রদর্শন ভদ্রতার নিদর্শন। আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক।

✬ তোমার যা ভাল লাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তমিও অনেক ভালো জিনিস লাভ করবে।

✬ দ্রুত ক্ষমা করে দেয়া সম্মান বয়ে আনে আর দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে ।

✬ দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।

✬ দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে, আল্লাহর প্রতি ততোটাই কম হবে ।

✬ নিজের মহানুভবতার কথা গোপন রাখো, আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো।

✬ নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।

✬ পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |

✬ পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।

✬ বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ।

✬ বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে, আর বোকারা ঔদ্ধত্যের দ্বারা অপদস্ত হয়।

✬ মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় |

✬ মন্দ লোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না, সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মত মনে করে।

✬ মনে রেখো তোমার শত্র“র শত্র“ তোমার বন্ধু, আর তোমার শত্র“র বন্ধু তোমার শত্র“।

✬ রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়।

সুবিচারকের কোন বন্ধুর দরকার হয় না।

✬ শত্র“রা শত্র“তা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে।

✬ সম্মুখে তারিফ করে দুষমন সে জন ।

#collected

uzl

1 comment:

Powered by Blogger.