How to develop English Speaking, Writing, Reading, Listening - কিভাবে ইংরেজী দক্ষতা অর্জন করবেন
How to develop English 4 Skills-Speaking, Writing, Reading, Listening (কিভাবে ইংরেজী দক্ষতা অর্জন করবেন )
ইংরেজীতে দক্ষ হওয়ার জন্য ইংরেজীর দক্ষতাকে চারটি ভাগে ভাগ করতে হবে । ঐগুলি হলো:
Listening skill(শোনার দক্ষতা),
Reading skill(পড়ার দক্ষতা) ,
Writing skill(লেখার দক্ষতা) ,
Speaking skill(বলার দক্ষতা)
ইংরেজীতে দক্ষতার পরিকল্পনা:
ইংরেজীতে দক্ষতা অর্জন করার জন্য একটি দীর্ঘমেয়াদি পদ্ধতি বা পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন । নিচে step by step আলোচনা করা হলো :
১) অনুশীলন (Practice):
ইংরেজীতে দক্ষতা অর্জন করার যতগুলি উপায় (way) আছে তার অন্যতম ১টি হলো-ইংরেজী অনুশীলন । কারন আমরা ইংরেজীতে ১টি প্রবাদ জানি- “Practice makes a man perfect” । ইংরেজীতে দক্ষতা অর্জন একটি দীর্ঘ মেয়াদি পন্থা (Long process) প্রতিদিন আমাদেরকে ইংরেজীর ৪টি বিভাগেই অনুশীলন করতে হবে ।
২) গুগল (Google):
যেটা আমরা জানিনা বা যা আমাদের কাছে কঠিন লাগে তা Google Search করতে হবে অবশ্যই ইংরেজী Keyword ব্যবহার করে । আমাদেরকে ছোট ছোট ইংরেজী শব্দগুচ্ছ বা বাক্য(Sentence) ব্যবহারের মাধ্যমে । যে ফলাফল আসবে তার প্রথম ৩/৪ টি খুবই মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে পড়তে হবে এবং ইংরেজী বুঝার চেষ্টা করতে হবে । এটা আপনার Reading skill এবং Writing skill বাড়াতে সাহায্য করবে ।
৩) ইউটিউব (YouTube):
উপরের Google সার্চে যে ফলাফল পেলেন তা যদি পড়ে বুঝতে অসুবিধা হয় তবে ইউটিউব-এ Search দিয়ে ভিডিও দেখা ও শোনার মাধ্যমে সহজ করা সম্ভব হবে । এটা আপনার Listening skill বাড়াতে সাহাযোগিতা করবে ।
৪) ভুল করা জানতে হবে (Make Mistakes):
বেশি বেশি ভুল করা, বেশি বেশি শেখায় । আপনি যদি পড়তে ও লিখতে শুরু করেন ইংরেজীতে, প্রথমে আপনার ভুল হবে, আস্তে আস্তে তা ঠিক হওয়া শুরু হবে ।এভাবেই আপনি Reading skill ও Writing skill অর্জন সম্ভব ।
৫) Grammar in Communicative English:
আমরা জানি যে Communicative English–এ Grammar বাধ্যতামূলক নয় । মনেকরি আমাদের Voice, Narration, Transformation rule জানতে হবে না । তারপরও আমাদের জানতে হবে Sentence Basic structure ।আরও Basic কিছু বিষয় যেমন- Tense, Article এবং Punctuation Mark ইত্যাদি আমাদের অবশ্যই জানতে হবে । তবেই আমরা ইংরেজীতে দক্ষতা অর্জন সম্ভব ।
৬) গুগল ট্রান্সলেট (Google Translate) :
যেকোন ভাষা থেকে যেকোন ভাষায় শব্দ বা বাক্যকে রুপান্তর করার এক সহজ উপায় হলো Google Translate ব্যবহার করা ।বিশেষ করে বাংলা শব্দকে ইংরেজীতে এবং ইংরেজী শব্দকে বাংলায় রুপান্তর করার জন্য এর জুড়ি নেই ।
৭) শব্দভান্ডার (Vocabulary):
প্রতিদিন নতুন নতুন বাক্য তৈরি করতে হবে নতুন নতুন শব্দ দিয়ে । বাড়ানোর জন্য প্রতিদিন কমপক্ষে ১০টি করে নতুন শব্দ(Word) শিখুন এবং বাক্য ব্যবহার করে মনে রাখার চেষ্টা করুন । যত বেশি ইংরেজী শব্দ আপনার দখলে থাকবে তত বেশি আপনি ইংরেজীতে দক্ষতা অর্জন করতে পারবেন ।
৮) সবসময় বাস্তবিক হতে হবে (Be Practial):
Speaking ও Listening–এ আমাদের বাস্তবতা অর্জন করতে হবে । অথাৎ Speaking এর সময় ভয় বা লজ্জা দুর করতে হবে এবং Listening এর সময় ধৈর্য হারা না হয়ে বাস্তব বাদী হতে হবে । তাহলেই মনের দুর্বলতা ও ভয় এবং লজ্জা দুর হবে এবং আপনি ইংরেজীতে দক্ষতা অর্জন করতে পারবেন ।
৯) রিভাইস করতে হবে (Revise Everything) :
যা আমাদের শিখব তা রিভাইস করতে হবে তাহলে আপনি আপনার ফিডব্যাকে আপনি নিজেই আপনার অবস্থা বুঝতে পারবেন ইংরেজী শেখার অবস্থান । রিভাইস করতে হবে-দিনের শেষে সারাদিনের টা, সপ্তাহের শেষে সপ্তাহের টা, মাসের শেষে মাসের টা । তবেই ইংরেজীর ভয় দুর হবে । ইংরেজীতে হবেন সাবলিল ।
১০) ই-বুক/পিডিএফ (E-Book/PDF):
আপনার Desktop, Laptop বা বিশেষ করে Mobile–এ ইংরেজীর ই-বুক বা PDF রাখুন যাতে করে অফলাইনেও সময় পেলেই এটি পড়তে পারেন এবং ইংরেজী শেখার পথকে আরও সহজ করতে পারেন । ইংরেজীতে দক্ষতা অর্জনের জন্য এই ১০টি উপায়ই যথেষ্ট নয় । আস্তে আস্তে আরও বৃদ্ধি করা হবে ইনশা আল্লাহ ।
১১) Daily যে কাজগুলি করতে হবে :
(a) 10 word using in sentence.
(b) 1 video listening practice.
(c) Daily English Newspaper reading for reading skill
(d) Speak with your friend, colleagues, relatives minimum 10 sentence in English for practicing speaking skill.
Englsih 4 Skills
এখন আমি ইংরেজীতে দক্ষতা অর্জনের জন্য ইংরেজীর চারটি skill-এ কিভাবে দক্ষতা অর্জন করবেন তা আলাদা আলাদা আলোচনা করব: এখন আমি যথাক্রমে ইংরেজিতে 4 টি দক্ষতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
ইংরেজি পড়ার দক্ষতা (English Reading Skill) :
পড়ার দক্ষতা ইংরেজি মধ্যে সবচেয়ে টপপেষ্ট দক্ষতার এক। যদি আমরা কিছু পদক্ষেপ অনুসরণ না করি তাহলে ইংরেজিতে কিছু পড়তে এবং সামগ্রী / নিবন্ধটি বুঝতে খুব সহজ কাজ নয়:
(a) শব্দ অর্থ জন্য পকেট অভিধান ব্যবহার করে
(b) ডিজিটাল অভিধানের ব্যবহার
(c) গুগল Apps from Google Play store থেকে অ্যাপ্লিকেশন ব্যবহার।
(d) মৌলিক ব্যাকরণগত নিয়ম শিখতে হবে।
(e) দৈনিক আধ ঘণ্টা ইংরেজি পড়তে হবে।
Read more
How to develop reading skill in English?
ইংরেজি লেখা দক্ষতা (English Writing Skill):
(a) প্রতিদিন ১ বা ২ টি বিষয় লিখতে চেষ্টা করুন।
(b) প্রথমে একটি বিষয় নিয়ে চিন্তা করার চেষ্টা করুন।
(c) কিছু পয়েন্ট করে তাদের মোট বিষয় ভাগ করার চেষ্টা করুন।
(d) তারপর লিখতে শুরু করতে হবে।
(e) ছোট বাক্য ব্যবহার করুন এবং কিছু মৌলিক বাক্য গঠন অনুসরণ করুন।
ইংরেজি শ্রবণ দক্ষতা (English Listening Skill):
আপনার কাছে সরাসরি বা কম্পিউটার / ডেস্কটপ / ল্যাপটপের থেকে সরাসরি ব্যক্তির কাছ থেকে কিছু শুনতে খুব সহজ। রেডিও, টিভি, কম্পিউটার ইত্যাদির মত সবকিছু শোনাচ্ছে, আমরা যদি শুনব আমাদের কিছু বিষয় অনুসরণ করতে হবে।
(a) সর্বনিম্ন 1 ঘন্টা দৈনিক শুনুন।
(b) ভিডিও দেখার মাধ্যমে শুনুন যাতে আপনি অনুমান করতে পারেন।
(c) মনোযোগ সহকারে পর্যবেক্ষক দ্বারা শুনুন।
(d) স্পষ্টভাবে শোনা শোনা আমরা শব্দভান্ডার বৃদ্ধি করতে হবে
(e) ইংরেজিতে আনন্দ উপভোগ করুন
ইংরেজিতে কথা বলার দক্ষতা (English Speaking Skill):
ইংরেজিতে কথা বলতে খুব উপভোগ্য এবং আকর্ষণীয়। ইংরেজিতে বিকাশের জন্য ইংরেজিতে লেখার দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কিছু নিয়ম / পদ্ধতি / কথা বলার দক্ষতা উন্নয়ন করতে হবে:
(a) সর্বদা আমাদের চেষ্টা করা উচিত এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করা।
(b) ইংরেজিতে কথা বলতে সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করুন
(c) প্রথমে ইংরেজিতে বলুন বাংলা ভাষায় প্রথমে বলুন।
(d) শব্দভাণ্ডার বাড়ানো
(e) দৈনিক আধ ঘণ্টা ইংরেজি বলতে হবে।
(f) Speaking এর জন্য Group তৈরি করা ।
📝 ইন্টারনেট হতে সংগৃহীত©
Tnx Tanbir
osmanganiuzzal
No comments