Android কি, কখন Androidএর আবির্ভাব হয় এবং Androidএর বিভিন্ন Versionএর নাম ও Released DATE
★★→Android কি, কখন Androidএর আবির্ভাব হয় এবং Androidএর বিভিন্ন Versionএর নাম ও Released DATE←★★
Android কি?
→Android হল মোবাইলের জন্য কিছু
সফটওয়্যারের সম্মিলন, যেখানে অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং এপ্লিকেশনগুলো থাকে।
Android Google এর একটি Operating System।।।
সহজ ভাষায় বলতে গেলে,
আমরা যখনই কম্পিউটারের পাওয়ার বাটন চাপ দিয়ে অপেক্ষা করি ডেক্সটপ আসার জন্য তখন Operating System (OS) নামক প্রোগ্রাম আমাদের
জন্য কাজের পরিবেশ তৈরি করে দেয়। এটি এমন এক প্রোগ্রাম যা একই সঙ্গে অনেক প্রোগ্রাম চলতে সাহায্য করে কোন সমস্যা ছাড়াই। বর্তমানে সব Smart Phone এ এই সুবিধা বিদ্যমান।
যেমন – কথা বলার সাথে মেসেজ লেখা, গান শুনার সাথে অন্য কাজ করা ইত্যাদি। যখন আমরা টাচ স্ক্রীন এ আঙ্গুল দিয়ে বিভিন্ন ফানকশন নিয়ে কাজ করি তখন এই OS এর সাথেই আমাদের ইন্টারেকশন হয় একটি Graphical User Interface (GUI) এর মাধ্যমে। Android হচ্ছে অনেকগুলো মোবাইল OS এর মধ্যে একটি OS..
★★কখন Android এর আবির্ভাব হয়? ★★
→ এনড্রয়েড ইনকর্পোরেট প্রতিষ্ঠা হয়েছিল পালো আল্টো,
ক্যালিফোর্নিয়ায় ২০০৩ সালের অক্টোবর মাসে। Android এর
প্রতিষ্ঠাতা এন্ডি রুবিন, রিচ মাইনার,
নিক সিয়ারস (টি-মোবাইলের সাবেক ভাইস প্রেসিডেন্ট) এবং ক্রিস হোয়াইট (Web টিভি’র ডিজাইন
এবং ইন্টারফেস প্রধান)। যেহেতু তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত ছিলেন তাই এনড্রয়েড
প্রতিষ্ঠানটি তার কার্যক্রম চালাত
অনেকটা লুকিয়ে, প্রতিষ্ঠান থেকে এটা বলা হত যে তারা শুধু মোবাইলের একটি সফটওয়্যারের কাজ
করছে।
→২০০৫ সালের আগষ্ট মাসে Google Android কিনে নেয়
এবং এটাকে এবং এর অধীনস্থদের (এন্ডি রুবিন, রিচ মাইনার এবং ক্রিস হোয়াইট) গুগল ইনকর্পোরেটের সহ
প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়।
→ ৫ই নভেম্বর, ২০০৭ সালে Open Handset Alliance সূচনা করে যাতে ছিল ব্রডকম কর্পোরেশন,Google, HTC, Intel, LG, Marvel Technology Group, Motoralla, nVidea, Qualcomm, Samsung Elections, Sprint Nextel, T-Mobile এবং Texas Instruments..
Open Handset Alliance এর
উদ্দেশ্য হল মুক্ত ধরনের মোবাইল
হ্যান্ডসেট প্লাটফর্ম তৈরী করা। এ দিনে,
ওপেন হ্যান্ডসেট এল্যায়েন্স তাদের প্রথম পন্য এনড্রয়েড ছাড়ে যা লিনাক্স কারনেল ২.৬ এর উপর ভিত্তি করে তৈরী।
৯ই ডিসেম্বর, ২০০৮ সালে, আরো ১৪ নতুন সদস্য যোগ
দেয়, যাতে ছিল ARM Holdings, এথিরস কমিউনিকেশনস, আসুসটেক কম্পিউটার ইনকর্পোরেট, জারমিন লিমিটেড, Hawai Technology,
PacketVideo, Softbank, Sony Erricson,
Toshiba Corporation এবং Vodafon Group..
→এনড্রয়েড পাওয়া যেত ওপেন সোর্স লাইসেন্সের আওতায় ২১শে অক্টোবর ২০০৮ সাল পযর্ন্ত। এরপর
গুগল তাদের পুরো সোর্স কোড ছাড়ে এপ্যাচি লাইসেন্সের আওতায় । গুগল
তাদের প্রকাশিত কোডগুলোকে উন্মুক্ত করে সবার দেখার এবং মন্তব্য করার সুযোগ দেয়।
যদিও সফওয়্যারটি উন্মুক্ত, তবুও মোবাইল প্রস্ততকারকরা এনড্রয়েড ব্যবহার করতে পারবে না কারণ গুগলের ট্রেডমার্ক করা অপারেটিং সিস্টেমের কপি গুগল সার্টিফিকেট প্রদান করার আগ পযর্ন্ত কেউ ব্যবহার করতে পারবে না।
→বানিজ্যকভাবে প্রথম Android Operating System Handset হচ্ছে HTC Dream , যেটা ২০০৮ সালের ২২শে অক্টোবর Released হয়।
→এন্ড্রয়েডের মূল ভার্সন প্রকাশের পূর্বে বেশ কিছু আপডেট দেখা যায়। এই আপডেটগুলো মূল অপারেটিং সিস্টেমে চলানোর আগে পরিক্ষামূলক
দেখা হচ্ছিল যেখানে বিভিন্ন Bug (সফটওয়্যারের ভুল) ঠিক করা হয় এবং নতুন ফিচার যোগ করা হয়।
সাধারণত, নতুন প্রত্যেকটি ভার্সনের কোড নাম থাকে এর উল্লেখ্যযোগ্য পরিবর্তন এবং বাগ ঠিক
করার উপর। আগের আপডেটগুলোর মধ্যে আছে কাপকেক
এবং ডোনাট ।
★★Android ভার্সনের কিছু তথ্য:★★
১)) Android Version 1.5 কে বলা হয় Cupcake (কাপকেক), যার Released Date- ৩০শে এপ্রিল ২০০৯ ।।
২)) Android Version 1.6 কে বলা হয় Donat (ডোনাট), যার Released Date- ১৫ই সেপ্টেম্বর, ২০০৯ ।।
৩)) Android Version 2.0 থেকে 2.1 কে বলা হয় Eclir (ইক্লেয়ার), যার Released Date- ২৬শে অক্টোবর, ২০০৯ ।।
৪)) Android Version 2.2 কে বলা হয় Froyo (ফ্রোয়ো), যার Released Date- ২০শে মে, ২০১০। ।।
৫)) Android Version 2.3.3 থেকে 2.3.7 কে বলা হয় Gingerbread (জিনজারব্রেড), যার Released Date- ৬ই ডিসেম্বর, ২০১০ ।।
৬)) Android Version 3.1 থেকে 3.2 কে বলা হয় Honeycomb (হানিকম্ব)।
Honeycomb Released Date:-
→3.1এর Released Date- ১০ই মে, ২০১১ ।।
→3.2এর Released Date- ১৫ই জুলাই, ২০১১ ।।
৭)) Android Version 4.0.3থেকে 4.0.4 কে বলা হয় Ice Cream Sandwich (আইস ক্রীম স্যান্ডউইচ)।
যার Released Date-১৬ই ডিসেম্বর, ২০১১ ।।
৮)) Android Version 4.1থেকে 4.3 কে বলা হয় Jelly Bean (জেলিবিন)।
Jelly Bean Released Date-
→4.1এর Released Date- ৯ই জুলাই, ২০১২।।
→4.2এর Released Date- ১৩ই নভেম্বর, ২০১২ ।।
→4.3 এর Released Date- ২৪শে জুলাই, ২০১৩ ।।
৯)) Version 4.4.2-4.4.3 কে বলা হয় KitKat (কিটকাট)।।
KitKat Released Date:-
→4.4.2এর Released Date- ৩১শে অক্টোবর,২০১৩ ।।
→4.4.3এর Released Date- ২ জুন, ২০১৪ ।।
[[বিঃদ্রঃ এটা লিখতে অনেক সময় লেগেছে, তাই ভুল-ত্রুটি হতে পারে।
সবাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।। ধন্যবাদ।। ]]
#collected
Uzzal
No comments