Al Quran ar kisu Kotha - আল কুরআন এর কিছু কথা
✖ আমি বললামঃ " আমি ব্যর্থ "
✔ আল্লাহ বলেনঃ " বিশ্বাসীরা সফল হয় " [কুরআন--২৩ঃ১]
✖ আমি বললামঃ " আমার জীবনে অনেক কষ্ট "
✔ আল্লাহ বলেনঃ "নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি " [কুরআন--৯৪ঃ৬]
✖ আমি বললামঃ "আমাকে কেউ সাহায্য করেনা "
✔ আল্লাহ বলেনঃ "মুমিনদের সাহায্যে করা আমার দায়িত্ব " [কুরআন--৩০ঃ৪৭]
✖ আমি বললামঃ " আমি দেখতে খুবই কুৎসিত "
✔ আল্লাহ বলেনঃ "আমি মানুষকে সৃষ্টি করেছি,সুন্দরতম আকৃতিতে " [কুরআন--৯৫ঃ৪]
✖ আমি বললামঃঃ "আমার সাথে কেউ নেই "
✔ আল্লাহ বলেনঃ "ভয় করোনা,আমি মুমিনদের সাথে আছি " [কুরআন--২০ঃ৪৬]
✖ আমি বললামঃ " আমার পাপ অনেক বেশী "
✔ আল্লাহ বলেনঃ "আমি তওবাকারীদের ভালোবাসি " [কুরআন--২ঃ২২২]
✖ আমি বললামঃ "আমি সব সময় অসুস্থ থাকি "
✔ আল্লাহ বলেনঃ "আমি কুরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি "[কুরআন--১৭ঃ৮২]
✖ আমি বললামঃ " এই দুনিয়া আমার ভাল লাগেনা "
✔ আল্লাহ বলেনঃ "তোমার জন্য পরকাল,ইহকাল অপেক্ষা শ্রেয় " [কুরআন--৯৩ঃ৪]
✖ আমি বললামঃ " বিজয় অনেক দুরে "
✔ আল্লাহ বলেনঃ "আমার সাহায্যে একান্তই নিকটবর্তী " [কুরআন--২ঃ২১৪]
✖ আমি বললামঃ "আমার জীবনে খুশি নেই "
✔ আল্লাহ বলেনঃ " শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে " [কুরআন--৯৩ঃ৫]
✖ আমি বললামঃ " আমি সব সময় হতাশ "
✔ আল্লাহ বলেনঃ " আর তোমরা নিরাশ হয়োনা এবং দুঃখ করোনা " [কুরআন--৩ঃ১৩৯]
✖ আমি বললামঃ " আমার কোন পরিকল্পনা সফল হচ্ছে না "
✔ আল্লাহ বলেনঃ "আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী "[কুরআন--৩ঃ৫৪]
✔✔✔ যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট
সুরা তালাক ৬৫ঃ৩
Collected
Osman Gani Uzzal
No comments